তা হে রা ফো য়া রা
চৌধুরী
আফজাল চৌধুরী একাধারে
কবি, বাংলাভাষা
সাহিত্যের শিক্ষক, সুপন্ডিত, সমালোচক, ওজস্বী
বক্তা সর্বোপরি
একজন কান্ডারী,
স্রষ্টার পথে
প্রতিক্ষণ সংগ্রামী, নির্ভীক সৈনিক।
এই বহুমুখী
প্রতিভার অধিকারী
মানুষটি জীবনে
নানা পেশার
নানা দায়িত্ব
পালন করলেও
তিনি বারবার
ফিরে এসেছেন
তাঁর মূল
কর্মক্ষেত্রে। সে ক্ষেত্রটির নাম
সাহিত্য।
সাহিত্যই ছিল
তাঁর জীবনের
প্রধান উপজীব্য। তাঁর
ওজস্বী বক্তব্য
মানুষকে মোহগ্রস্থ
করে তুলতো। তিনি
যা বিশ্বাস
করতেন অকপটে
তা সবার
নিকট প্রকাশ
করতেন।